মিতুর বাবাকে জিজ্ঞাসাবাদ চলছে
ওয়ান নিউজঃ চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রী হত্যা মামলায় মিতুর বাবাকে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চট্টগ্রামের ডিবি কার্যালয়ে হাজির হন। এর কিছুক্ষণ পরই জিজ্ঞাসাবাদ শুরু করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. কামরুজ্জামান।
মিতুর বাবা ডিবির কার্যালয়ে ঢোকার আগে বলেন, জিজ্ঞাসাবাদ শেষে তিনি বিস্তারিত জানাবেন। এসময় তার সঙ্গে ছিলেন ভাতিজা আবদুর রহিম।
মিতুর বাবা মোশাররফ হোসেনও সাবেক পুলিশ কর্মকর্তা। তিনি বাহিনী থেকে পরিদর্শক হিসেবে অবসরে যান। ঢাকার বনশ্রীতে এখন পরিবার নিয়ে থাকেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.