মিডিয়া প্রতিনিধিদের সঙ্গে ইসির সংলাপ ১৬ আগস্ট

ওয়ান নিউজঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপে আগামী ১৬ ও ১৭ আগস্ট অংশ নিচ্ছেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। রোববার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য দেন ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ।তিনি জানান, সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ শেষে চলতি মাসের শেষ সপ্তাহে ইসি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে।

নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর শেষ দিকের ক্রম থেকে এই সংলাপ শুরু করা হবে বলেও জানান ইসির ভারপ্রাপ্ত সচিব।

তিনি জানান, ঈদুল আজহার আগে ৬টি এবং পরে ১০ সেপ্টেম্বর থেকে বাকি ৩৪টি দলের সঙ্গে সংলাপে বসবে ইসি। প্রতিদিন সকালে ও বিকেল এই সংলাপ হবে। প্রত্যেক দল থেকে ১০ জন করে প্রতিনিধি অংশ নিতে পারবেন।

বড় দলগুলোর কতজন প্রতিনিধি থাকবেন এমন প্রশ্নে হেলালুদ্দীন আহমদ বলেন, ‘এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।’

গত ৩১ জুলাই সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সংলাপ শুরু করে নির্বাচন কমিশন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.