ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ টস হেরে ব্যাটে নামা জিম্বাবুয়ে শুরুতেই উইকেট হারায়। এরপর ঘুরে দাঁড়ায় তারা। দ্বিতীয় উইকেটের ৫২ ও তৃতীয় উইকেট গড়ে ৭৭ রানের জুটি। তারপর টেইলর-উইলিয়ামসের উইকেট তুলে নেয় বাংলাদেশ। তবে জিম্বাবুয়ের চার ব্যাটসম্যান ভালো রান পেয়েছেন। জিম্বাবুয়েও আছে ভালো সংগ্রহের দিকে। সর্বশেষ খবর পর্যন্ত জিম্বাবুয়ে ৪৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৩০ রান তুলেছে।
জিম্বাবুয়ের প্রথম উইকেট তুলে নেন বাংলাদেশের পেস অলরাউন্ডার সাইফউদ্দিন। দলের হয়ে পঞ্চম ওভারে বল হাতে নেন তিনি। নিজের প্রথম ওভারেই ফেরান জিম্বাবুয়ে অধিনায়ক মাসাকাদজাকে। তার আউটের পরে ক্রিজে আসেন ব্রেন্ডন টেইলর। সঙ্গে থাকা ওপেনার জহুয়া ঝড়ো শুরু করেন। তারা ১২ ওভারে তুলে ফেলেন ৭০ রান। এরপর জহুয়া তুলে মারতে গিয়ে মেহেদি মিরাজের বলে ক্যাচ দিয়ে ফেরেন।
পরে মেহেদির বলে এলবিডব্লিউ হন টেইলর। কিন্তু রিভিউ নিয়ে তিনি বেঁচে যান। টেইলর এবং উইলিয়ামস মিলে ৭৭ রানের জুটি গড়েন। ব্যক্তিগত ৭৫ রানে এলবিডব্লিউ হয়ে ফেরেন টেইলর। এরপর ৪৭ রানে সাইফউদ্দিন ফেরান শেন উইলিয়ামসকে। এরপর ক্রিজে আছেন সিকান্দার রাজা ও পিটার মুর। দলীয় ২২৯ রানে ব্যক্তিগত ৪৯ রানে মাশরাফির বলে ফেরেন রাজা। তারপর ক্রিজে এসেছেন এলটন চিগুমবুরা।
বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও অপরিবর্তিত দল নিয়ে মাঠে নেমেছে। ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচে শূন্য করে ফেলা ফজলে রাব্বি আছেন একাদশে। এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে জিম্বাবুয়ে। তাদের দলে ফিরেছেন এলটন চিগুমবুরা।
চট্টগ্রামে শিশির কারণ হয়ে দাঁড়াতে পারে। এছাড়া সর্বশেষ সাত দিবারাত্রীর ওয়ানডে ম্যাচের চারটিতে এখানে পরে ব্যাট করা দল জয় পেয়েছে। তাই টসে জয় বাংলাদেশের পক্ষে গেছে। বাংলাদেশ অধিনায়ক বল করার সিদ্ধান্ত নিতেও হয়তো খুব বেশি ভাবেননি।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, ইমরুল কায়েস, ফজলে রাব্বি, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, মেহেদি মিরাজ, সাইফউদ্দিন, মাশরাফি মর্তুজা (অধি.), মুস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু।
জিম্বাবুয়ে একাদশ: হ্যামিলটন মাসাকাদজা (অধি.), ক্যাপহাস জহুয়া, ব্রেন্ডন টেলর, শেন উইলিয়ামস, সিকান্ডার রাজা, এলটন চিগুমবুরা, পিটার মুর, কাইল জারভিস, ব্রেন্ডন মাভুত, ডোনাল্ড ট্রিপানো, টেন্ডি সাতারা।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.