মাশরাফি ‘আইকন’ হতে চাননি!

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় নাম মাশরাফি বিন মুর্তজা। ক্রিকেটে তো বটেই দেশের সবচেয়ে বড় তারকাও তিনি। তৃতীয় দফায় অধিনায়কত্বের দায়িত্ব নেওয়ার পর বদলে দিয়েছেন বিশ্ব অঙ্গনে দেশের ক্রিকেটের চেহারাটাই। সেই মাশরাফি কিনা আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ‘আইকন’ (এ প্লাস ক্যাটাগরি) খেলোয়াড় হিসেবে থাকতে চাননি! নেপথ্যের কারণটা ভিন্ন। তার বদলে ঘরোয়া ক্রিকেটের নিয়মিত কোনো পারফর্মারকে আইকন করে উজ্জীবিত করা হোক, এমনটাই চেয়েছিলেন দেশের ইতিহাসের সেরা ফাস্ট বোলার। বিপিএলের অন্যতম ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি শেষে রোববার এমনটাই জানালেন মাশরাফি।

বসুন্ধরার ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে বিপিএলের পঞ্চম আসরের জন্য মাশরাফিকে আনুষ্ঠানিকভাবে সই করিয়ে নিয়েছে রংপুর রাইডার্স। আইকন বা এ প্লাস খেলোয়াড় হিসেবে রংপুরে যোগ দিলেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক। ওখানেই আইকন থাকতে না চেয়ে অন্য কাউকে সুযোগ করে দেওয়ার ইচ্ছের কথাটা জানালেন মাশরাফি, ‘আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্রিকেটে আমার কোনো ক্যারিয়ার নেই। কারণ আমি অবসর নিয়েছি। তাই আমি আইকন খেলোয়াড় থাকতে চাইনি। আমি চেয়েছিলাম আরেকজন খেলোয়াড়কে প্রোমোট করতে যার আন্তর্জাতিক ক্রিকেটে ভবিষ্যৎ আছে। ঘরোয়া ক্রিকেটের কোনো খেলোয়াড়কে আরও উজ্জীবিত করা যায় কিনা আইকন করে। সে কারণেই আমি অনুরোধ করেছিলাম। বাকি ছিল বিসিবির সিদ্ধান্ত।’

কিন্তু মাশরাফি এ প্লাসে থাকবেন না তাই কি হয়! বোর্ড থেকে নিশ্চয়ই আনুষ্ঠানিক ইঙ্গিত পেয়েই রংপুর রাইডার্স ছোটোখাটো অনুষ্ঠানে বরণ করে নিলো বিপিএলের সবচেয়ে সফল অধিনায়ককে। বিপিএলের প্রথম দুই আসরে অধিনায়ক হিসেবে মাশরাফি শিরোপা জিতিয়েছিলেন ঢাকা গ্ল্যাডিয়েটর্সকে। গতবারের আগেরবার আত্মপ্রকাশ করা কুমিল্লা ভিক্টোরিয়ান্সে যোগ দিয়েই দলকে চ্যাম্পিয়ন করেছিলেন। মাশরাফির হাতে বিপিএলের চার আসরের মধ্যে কেবল শিরোপা ওঠেনি গেলবার। ২০১৬ আসরেও কুমিল্লায় ছিলেন মাশরাফি। এবার দল বদলালেন।

এই বছরের এপ্রিলে শ্রীলঙ্কায় টি-টুয়েন্টি সিরিজের আগে হঠাৎ করেই এ সংস্করণের ক্রিকেট থেকে অবসর নেন মাশরাফি। তিনি ছিলেন অধিনায়ক। সেই সাথে শেষ হয় ২০ ওভারের ক্রিকেটে তার আন্তর্জাতিক জীবন। তবে ঘরোয়া ক্রিকেটে ঠিকই যে কোনো দলের জন্য সবচেয়ে প্রার্থিত অধিনায়ক ও ক্রিকেটারের নাম মাশরাফি। দেখা যাক এবারের বিপিএলে আবার শিরোপা তার হাতে ওঠে কি না। বিপিএলের পঞ্চম আসরটি শুরু হবে ৪ নভেম্বর।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.