এস,এম বেলাল উদ্দিন, মালয়েশিয়া:
প্রবাসীদের সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন “বাংলাদেশ মমতা ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটিও মালয়েশিয়া শাখার উদ্যোগে মালয়েশিয়ার কুয়ালালামপুরের মালুরি হোটেলে ঈদ পুনর্মিলনী ও বর্ষপূর্তি অনুষ্ঠান সফল ভাবে সম্পন্ন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মমতা ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা জনাব, ইঞ্জিনিয়ার মোঃ ওমর ফারুক।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সমতা ঐক্য পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী শাখার সভাপতি মোঃ দিদার হোসেন চৌধুরী, ও বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জসিম উদ্দিন বিশাল সহ সভাপতি কেন্দ্রীয় কমিটি, জহিরুল ইসলাম হীরা সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি, উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা এরশাদ, সভাপতি-বাংলাদেশ সমতা ঐক্য পরিষদের মালয়েশিয়া শাখা।
এতে আরো উপস্থিত ছিলেন,বাংলাদেশ মমতা ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস,এম বেলাল উদ্দিন।
উক্ত অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন হারুন অর রশিদ,সহ সভাপতি-বাংলাদেশ সমতা ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি।
উল্লেখ্য,
ঈদ পুনর্মিলনী ও বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তারা বলেন সুদীর্ঘ দুই বছর ধরে সুনামের সাথে বাংলাদেশ সমতা ঐক্য পরিষদ বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড দেশ-বিদেশে চালিয়ে আসছে, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওমর ফারুক বলেন প্রবাস বান্ধব সংগঠন বাংলাদেশ সমতা ঐক্য পরিষদ সব সময় অসহায় বাংলাদেশী ও প্রবাসীদের পাশে থাকবে বলে আশা ব্যক্ত করেন,
সমতা ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ দিদার হোসেন চৌধুরী বলেন
বাংলাদেশ, মালয়েশিয়া, সৌদি আরব, দুবাই, ওমান, কুয়েত সহ বিশ্বের বিভিন্ন দেশে এই সংগঠন কার্যক্রম চলমান রয়েছে।
বিশেষ করে সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা পরবাসী বাংলাদেশীদের নিয়ে এই সংগঠন প্রতিষ্ঠিত করা হয়, এরপর থেকেই ছিন্নমূল অসহায় প্রবাসী ও বাংলাদেশীদের পাশে সাধ্যমত অতীতের মত ভবিষ্যতেও বিভিন্ন সেবামূলক কর্মকান্ডের মাধ্যমে পাশে থাকার বিষয়টি পুনরায় ব্যক্ত করেন।
সব শেষে দেশ বিদেশের সকল এর দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন
বাংলাদেশ সমতা ঐক্য পরিষদের উপস্থিত নেতৃবৃন্দরা।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.