মালিক-শ্রমিকদের ঐক্যের মাধ্যমে ন্যায্য প্রাপ্তি প্রতিষ্ঠিত করতে হবে -রফিকুল ইসলাম

সংবাদদাতাঃ
শ্রমিকদের ঘামের মর্যাদা এখনো প্রতিষ্ঠিত হয়নি। কর্মক্ষেত্রে শ্রমিকরা বঞ্চনার শিকার। দেয়া হয়না ন্যায্য মজুরি। মালিক-শ্রমিকদের ঐক্যের মাধ্যমে ন্যায্য প্রাপ্তি প্রতিষ্ঠা করা দরকার।

১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন জেলা শ্রমিকদলের সভাপতি সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম।

শনিবার দুপুরে কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন- সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক বুলবুল সিকদার, আবাসিক হোটেল শ্রমিকদল সভাপতি মোহাম্মদ আলী, সাধার সম্পাদক হুমায়ুন কবির, শহর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসেন কালু, শহর শ্রমিকদল নেতা মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ আমান, চালক শ্রমিক দলের মেহিদি হাসান বাবুল, জিয়াউদ্দিন বাবলু সোলতান মাহমুদ, মোহাম্মদ সাদেক, মোহাম্মদ ইনুছ, মোহাম্মদ মোস্তাক নুরুল আবছার, জমির উদ্দিন প্রমুখ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.