মার্কেন্টাইল ব্যাংকে টেরিটোরি অফিসার পদে নিয়োগ

ওয়ান নিউজঃ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। ‘টেরিটোরি অফিসার’ পদে এই নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা:
যেকোনো বিষয়ে স্নাতক পাসেই আবেদন করা যাবে পদটিতে। পাশাপাশি ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া বাংলাদেশের যেকোনো স্থানে মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে।

বয়স:
প্রার্থীদের বয়স হতে হবে অনূর্ধ্ব ৩০ বছর।

বেতন:
নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে প্রতি মাসে ১৬ হাজার ৫০০ টাকা।

কর্মস্থল:
নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে বরিশাল, বগুড়া, চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, নোয়াখালী, রাজশাহী, রংপুর ও সিলেট জেলায়।

আবেদন প্রক্রিয়া:
বিডিজবস ডটকমের মাধ্যমে পদটিতে অনলাইনে আবেদন করা যাবে ১৯ ফেব্রুয়ারি, ২০১৭ পর্যন্ত।

সূত্র : বিডিজবস ডটকম

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.