মোঃ নেজাম উদ্দিনঃ
আন্তর্জাতিক শিক্ষা মিশন সংগঠন মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশ এর সহযোগিতায় ও তা’লীমুল কুরআন মডেল মাদরাসা কক্সবাজার আয়োজনে শুরু হয়েছে ১১তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা।
ক্ষুদে কোরআন হাফেজদের নিয়ে দিনব্যাপী বৃহস্পতিবার (২১ অক্টোবর) কক্সবাজারের কলাতলী একটি অভিজাত হোটেল হলরুমে শুরু হয়।
প্রতিযোগিতায় শুরু হয় সকাল ১০টা থেকে। প্রতিযোগিতায় ৩ভাগে বিভক্ত করে বিচারকগণ কুরআন প্রতিযোগিতা শুরু করে।
শুরুতে প্রাথমিক বাছাই পর্ব শুরু করে চুড়ান্ত পর্যায়ের জন্য ক্ষুদে হাফেজদের বাছাই পর্ব শুরু করে।
প্রতিযোগিতায় পুরো জেলা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩ ভাগে প্রায় ২শত কুরআনে হাফেজ অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারিদের মধ্যে প্রথম স্থান অধিকারি পাবেন একটি কম্পিউটারসহ এভাবে ৫জনকে আকর্ষণীয় পুরস্কারসহ সনদ ও ক্রেস্ট ও ইয়েস কার্ড প্রদান করা হবে। এভাবে ২০জনকে চুডান্ত পর্যায়ে আনা হবে। পরে তাদের ঢাকা জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংগ্রহণ করবেন বলে জানান প্রতিযোগিতা পরিচালকগণ।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে প্রধান বিচারক থাকছেন আন্তর্জাতিক মানের নূরানী, নাজের, হিফজ মাদ্রাসার সিলেবাসসহ বহু গ্রন্থ প্রণেতা মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান শায়েক নেচার আহমদ আন নাছিরী দাঃ বাঃ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পাহাড়তলী রহমানিয়া মাদ্রাসার পরিচালক ও কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ মসজিদ এর খতিব মাওলানা মুফতি সোলাইমান কাসেমী।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন তা’লীমুল কুরআন মডেল মাদরাসা প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা ইব্রাহিম রোহান।অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.