অনলাইন ডেস্ক:
করোনায় আক্রান্ত হয়ে মাফিয়া ডন ছোটা রাজনকে গত ২৬ এপ্রিল দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়। এর একদিন পর হঠাৎ মাফিয়া ডন ছোটা রাজনের মৃত্যু সংবাদ পাওয়া যায়। তবে এই খবর প্রকাশ্যে আসার আধঘণ্টার মধ্যেই দিল্লি পুলিশ তা অস্বীকার করে।
মাফিয়া ডন ছোটা রাজন (৬২) কিডনি, হার্টের সমস্যা, ডায়াবেটিসসহ নানা রোগে আক্রান্ত। করোনা আক্রান্ত হওয়ায় তার শারীরিক জটিলতা বাড়ার ঝুঁকি রয়েছে বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। যদিও এখন পর্যন্ত তার শারীরিক অবস্থার কোনও খবর জানাননি চিকিৎসকরা।
উল্লেখ্য, ২০১৫ সালে ইন্দোনেশিয়ায় গ্রেফতার হওয়ার পর থেকে দিল্লির তিহাড় জেলে রয়েছেন ছোটা রাজন। গত ২৬ এপ্রিল তার করোনায় আক্রান্ত হওয়ার খবর জানায় তিহাড় জেল কর্তৃপক্ষ। দিল্লির একটি দায়রা আদালতে ভিডিও কনফারেন্স মারফত হাজিরা দেওয়ার কথা ছিল ছোটা রাজনের। তিহাড় আদালতকে জানিয়েছিল, কোভিড আক্রান্ত হওয়ায় হাজিরা দিতে পারবেন না তিনি।
সূত্র: আনন্দবাজার
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.