এম.মনছুর আলম, চকরিয়া :
চকরিয়া উপজেলার পাহাড় ও মাতামুহুরী নদীর তীর সংলগ্ন ঐতিহাসিক মানিকপুর জনপদের অন্যতম বিদ্যানিকেতন মানিকপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠনের লক্ষে কাউন্সিল অধিবেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩জুন) দুপুরে মানিকপুর উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র পরিষদের আহ্বায়ক সাবেক ছাত্রনেতা রুস্তম শাহরিয়ারের সভাপতিত্বে এ কাউন্সিল অধিবেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত কাউন্সিল অধিবেশন ও আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন মানিকপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের প্রধান উপদেষ্টা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাচ্য ভাষা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ড. দীপংকর শ্রীজ্ঞান বড়ুয়া।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষজ্ঞ ডা: আব্দুল গণি সিকদার, বিশিষ্ট সমাজসেবক নাছির উদ্দীন সিকদার, চট্রগ্রাম গণপূর্ত বিভাগের উচ্চমান সহকারী ছাবের আহমদসহ বিশিষ্ঠ গুণীজন এবং এলাকার বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে সভায় উপস্থিত বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের সকল সদস্যদের মতামত ও আলোচনার ভিত্তিতে এম হামিদ হোছাইন সভাপতি, সিনিয়র সহ- সভাপতি অংক্যজাই রাখাইন, সহ-সভাপতি অলিদ উল আজিম, সহ-সভাপতি মো: ইউছুফ, সহ-সভাপতি এম আবুল হাশেম, সহ-সভাপতি আয়ুব আলী, সাধারণ সম্পাদক এস এম নূরুন্নবী, যুগ্ম সাধারণ সম্পাদক মো: রিদুয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক মনছুর আলম, অর্থ সম্পাদক সুদত্ত বড়ুয়া, সহ-অর্থ সম্পাদক বখতিয়ার উদ্দীন রুবায়েত, সাংগঠনিক সম্পাদক জয়প্রিয় বড়ুয়াসহ ৫১ সদস্য বিশিষ্ট মানিকপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের কার্যকরী কমিটি গঠন করে ঘোষনা করা হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.