মাটিরাংগা আনসার ভিডিপি কর্মকর্তার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

মাটিরাংগা সংবাদদাতাঃ
সমগ্র বিশ্বের ন্যায় বাংলাদেশেও মহামারি করোনা ভাইরাস(কোভিড-১৯) এর প্রাদুর্ভাব ও সংক্রমনজনিত কারনে উদ্ভূত সংকট মোকাবেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সরকারের যথাযথ নির্দেশনা মোতাবেক করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকেই বিভিন্ন কার্যক্রমে অনন্য ভূমিকা রেখে যাচ্ছে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম দেশের এই ক্রান্তিলগ্নে মানবতার ডাকে সাড়া দিয়ে সার্বিক সংকট উত্তরণে এই বাহিনীর প্রতিটি সদস্যকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে যথাযথভাবে দায়িত্ব পালনের জন্য সদয় নির্দেশনা প্রদান করেন।
মহাপরিচালকের ঐকান্তিক প্রচেষ্টা ও সময়োপযোগী সিদ্ধান্তের প্রেক্ষিতে দেশের প্রান্তিক এলাকা পর্যন্ত বিস্তৃত স্বেচ্ছাসেবী আনসার ও ভিডিপি পরিবারের মধ্যে দেশব্যাপী প্রতিটি উপজেলায় ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম রেঞ্জাধীণ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দুস্থ ও অসহায় সদস্যদের মাঝে মানবিক সহায়তা ত্রাণ সামগ্রী বিতরণের অংশ হিসেবে জনাব মোঃ জিয়াউর রহমান, পরিচালক, ৩৭ আনসার ব্যাটালিয়ন, কুমিল্লাটিলা ও জেলা কমান্ড্যান্ট (অঃদাঃ), আনসার ও ভিডিপি, খাগড়াছড়ি পার্বত্য জেলা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ও মোঃ রাজীবুল আলম, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা,মাটিরাঙ্গা,খাগড়াছড়ি’র তত্ত্বাবধানে মাটিরাঙ্গা উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ের সামনে ৫০ জন আনসার-ভিডিপি সদস্যের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
৯ মার্চ সকাল ১০ টা মাটিরংগা আনসার ও ভিডিপি অফিস মাঠে এই খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব।
এ সময় উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মোঃ রাজীবুল আলম, উপজেলা প্রশিক্ষক রুবেল দে, উপজেলা প্রশিক্ষিকা রহিমা আক্তার, সদর ইউনিয়ন দলনেত্রী রিমা আক্তারসহ অন্যান্য দলনেতা-দলনেত্রী ও সদস্য-সদস্যাগণ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আনসার ভিডিপি বাহিনী করোনা মহামারির শুরু থেকেই সাধারন জনগণের পাশে দাড়িয়ে ত্রান বিতরণ, স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম সহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। সাধারন জনগণের কল্যাণ সাধনে এসব কার্যক্রম যাতে অব্যাহত থাকে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মোঃ রাজীবুল আলম বলেন, সরকারের যথাযথ নির্দেশনা মোতাবেক কোভিড-১৯ মহামারি মোকাবেলায় দুর্যোগের শুরু থেকেই বিভিন্ন কার্যক্রমে ভূমিকা রাখছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এরই ধারাবাহিকতায় উপজেলা পর্যায়ে স্বেচ্ছাসেবী ৫০জন দরিদ্র ও অসহায় ভিডিপি সদস্য-সদস্যার মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.