মাওলানা আনোয়ারের জানাজা ও দাফন সম্পন্ন

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও রাজাপালং এমদাদুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রভাষক হাফেজ মাওলানা আনোয়ার হোসাইনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। উখিয়াস্থ মরিচ্যা হাইস্কুল মাঠে ১৪ নভেম্বর বুধবার আসরের নামাজের পর অনুষ্ঠিত বিশাল জানাজায় ইমামতি করেন রাজাপালং এমদাদুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল হাসান আলী। জানাজার আগে মরহুমের স্মৃতিচারন করে বক্তৃতা করেন, রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম চৌধুরী, হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম, রাজাপালং এমদাদুল উলুম মাদ্রাসার প্রভাষক আবুল ফজল, আবদুল হক প্রমুখ। জানাজায় সর্বস্তরের মানুষের ঢল নামে। জানাজা শেষে মরহুম হাফেজ মাওলানা আনোয়ার হোসাইনকে মধ্য হলদিয়া পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, হাফেজ মাওলানা আনোয়ার হোসাইন ১৩ নভেম্বর মঙ্গলবার রাত সাড়ে ১১ টায় ইন্তেকাল করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.