মহেশপুরে বিয়ের বাড়িতে ভ্রাম্যমান আদালতের হানা অপরাধে বর ও বাবাকে কারাদন্ড !
স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ
ঝিনাইদহের মহেশপুরে বাল্যবিবাহের অপরাধে বর ও বরের বাবাকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্তরা হলো উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের বর রাসেল মিয়া (১৯) ও তার বাবা শহিদুল ইসলাম (৪৫)। মঙ্গলবার বিকালে বরকে ২১দিন ও বাবাকে ১৫দিনের কারাদন্ড প্রদান করে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্্েরট আশাফুর রহমান।
ইউএনও আশাফুর রহমান জানান, উপজেলার খালিশপুর গ্রামের হাসান আলীর সপ্তম ¤্রণেীতে পড়-য়া মেয়ে সেতু খাতুন (১৩)কে একই উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে রাসেল মিয়ার সাথে বাল্য বিয়ের আয়োজন করে। খবর পেয়ে পুলিশ তাদের আটক করে। এর পর ভ্রাম্যমান আদালত বসিয়ে বর রাসেল মিয়াকে ২১দিন ও তার বাবা শহিদুল কে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.