মহেশখালী ২টি অস্ত্রসহ ৯ মামলার অাসামী গ্রেপ্তার

ফরিদুল অালম দেওয়ান ,মহেশখালী :

মহেশখালীতে দুটি অাগ্নেয়াস্ত্র ও গুলিসহ নুরুল কবির নামের শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৩ ফেব্রুয়ারি রাত ৮টায় হোয়ানক ইউনিয়নের পূর্ব পূঁইছড়া মরাঝিরি পাহাড়ী এলাকা থেকে মহেশখালী থানার এস,আই মোঃ তৌহিদুল ইসলাম পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ সময় তার দেহ তল্লাশী করে একটি দেশীয় তৈরী থ্রী- কোয়ার্টার বন্দুক,২ রাউন্ড কার্তুজ এবং পরে তার স্বীকারোক্তি মতে বাঁশ ঝাড় থেকে অারো একটি লম্বা বন্দুক উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত নুরুল কবির হোয়ানক ইউনিয়নের পূর্বপূইছড়া মরা ঝিরি এলাকার মৃত জোনাব অালীর পুত্র।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, গ্রেপ্তারকৃত নুরুল কবিরের বিরুদ্ধে মহেশখালী থানায় হত্যা, অস্ত্র, মারামারিসহ ৯ টির বেশি মামলা রয়েছে।
সে এলাকায় দীর্ঘদিন যাবৎ আদিপত্য বিস্তারসহ নানান ধরনের অপকর্ম করে আসছে। তাকে দীর্ঘদিন ধরে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছে পুলিশ। অবশেষে এ অপরাধী পুলিশের জালে আটকা পড়ে। এসময় দুটি দেশীয় তৈরী বন্দুক ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা। তার তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হবে বলে জানান ওসি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.