মহেশখালীতে বেপরোয়া নুর বক্স শিরোনামে, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও নিন্দা।

প্রেস বিজ্ঞপ্তিঃ

১৮ অক্টোবর কক্সবাজারের দৈনিক গনসংযোগ,সাগরদেশ ও অামাদের সময় পত্রিকায় প্রকাশিত মহেশখালীতে বেপরোয়া জামায়াত নেতা অাকতার হামিদের ঘনিষ্ট সহচর নুর বক্স শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও নিন্দা। অামি উক্ত মিথ্যা সংবাদটি পড়ে বিষ্মিত হয়েছি। সংবাদটি দলীয় ফোরামে হাস্যরসের সৃষ্টি করছে। অামি প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রকৃত ঘটনা হল নুরবক্স কখনো জামায়েত রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলনা। সে বাংলাদেশ অাওয়ামী যুবলীগ বড় মহেশখালী ইউনিয়ন অাহবায়ক কমিটির সদস্য।  মহেশখালীতে তার বিরুদ্ধে কোন সন্ত্রাস বা মাদকের মামলা নেই। সে একজন প্রতিষ্টিত লবণ ও চিংড়ী ব্যবসায়ী।অাগামী দিনে বাংলাদেশ অাওয়ামী যুবলীগ বড় মহেশখালী ইউনিয়নের কাউন্সিলে সাধারন সম্পাদক প্রার্থী।তার প্রার্থীতা ঘোষনার পর ৩/৪জনের একটি সিন্ডিকেট ঈর্শ্বানিত হয়ে নুরবক্স এর বিরুদ্ধে অপ-প্রচার করছে।তার বিরুদ্ধে ইয়াবার ব্যবসা ও জেল কাটার কাল্পনিক কাহিনী সাজানো মানে সাক-দিয়ে মাছ ডাকার সামিল। এ ভূয়া সংবাদটি নিজ দলের নামে কোন্দলের বর্হি প্রকাশ।অামি উক্ত সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলকে  অনুরোধ জান্নাচ্ছি। প্রতিবাদকারী

(জিল্লুর রহমান মিন্টু)

বর্তমান এম ইউপি

অাহবায়ক

বাংলাদেশ অাওয়ামী যুবলীগ

বড় মহেশখালী ইউনিয়ন শাখা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.