মহেশখালীতে পুলিশের দেওয়া ২৪ ঘন্টা সময়েই, আলোচিত হামলাকারী জাহিদ গ্রেফতার
বিশেষ প্রতিবেদকঃ
কক্সবাজারের মহেশখালী উপজেলায় প্রেমিকের ধারালো অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত হওয়া চিকিৎসারত তরুণী নাহিদা আক্তার এখনো হাসপাতালে।
তবে তার উপর হামলাকারী সেই মাদ্রাসা ছাত্র জাহেদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। একটু আগে মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল রাতে কক্সবাজার জেলা পুলিশ সুপার(এসপি) ড. একেএম ইকবাল হোসেন ২৪ ঘণ্টার ভেতরে তাকে গ্রেফতার করা সম্ভব হবে বলে সংবাদমাধ্যম কে জানিয়েছিলেন।
হামলাকারী এই মাদ্রাসা ছাত্র ভয়ানক অপরাধ জগতের সাথে সম্পৃক্ত বলে জেলা পুলিশ জানায়। গ্রেফতারের সময় তার কাছ থেকে অস্ত্র শস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ঘটনাসুত্রে জানা যায়, বিয়ে সংক্রান্ত বিরোধের জের ধরে মহেশখালীর একটি মাদ্রাসার ৯ম শ্রেণীর ছাত্রী নাহিদা আক্তারকে রক্তাক্ত জখম করে। আহত নাহিদার একটি রক্তাক্ত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হলে সর্বত্র তোলপাড় পড়ে যায়।
প্রেমিকার উপর হামলাকারী সেই জাহিদকে গ্রেফতার করল মহেশখালি থানা পুলিশ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.