নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের মহেশখালী উপজেলা শাপলাপুরে ঘুমন্ত ছেলে জুবায়েরের (২২)কে কুপিয়ে হত্যা করলো।
একই সাথে পরিবারের নারীসহ আরো ৫ সদস্যকে কুপিয়ে আহত করেছে।
বুধবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
পাষন্ড পিতা পিতা আলতাজ (৬২)সহ ৫ জনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, মহেশখালী উপজেলা শাপলাপুর ইউনিয়নের জামিরছড়া এলাকার মরহুম ছালেহ আহামদে ছেলে কুখ্যাত সন্ত্রাসী আলতাজ (৬২) বুধবার রাতে সবাই ঘুমিয়ে পড়লে ধারালো কিরিচ নিয়ে তার প্রথম স্ত্রী ছেলে জুবায়েরের (২২) রুমে গিয়ে তাকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে গুরুতর আহত করে। পরে তার চিৎকারে বাড়ির অন্যরাএগিয়ে আসলে আলতাজের এলোপাতাড়ি কুপের আঘাতে তার আরেক ছেলে মোঃ ফয়সাল কেও কুপিয়ে আহত করে। পরে তার স্ত্রী জান্নাতআরা বেগম,মেয়ে জুনু বেগম এবং জুনু বেগমের মেয়ে শামিমাকে কুপিয়ে আহত করে। এর মধ্যে জুবাইয়ের অতিরিক্ত রক্ত ক্ষরণে তাৎকনিক মৃত্যু বরণ করে।
পরে গুরুত্বর আহত ফয়সালকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়। এছাড়া বাকি সদস্যদের জেলা সদর হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে মহেশখালী থানা থেকে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে এলাকাবাসীর সহযোগিতায় খুনি পাসন্ড পিতা আলতাজ এবং তার আরেক ছেলে টিপুকে আটককরে। এ ঘটনায় এলাকার মানুষ হতবাক হয়ে পড়ে জানা গেছে জুবায়ের আলতাজের প্রথম স্ত্রী ছেলে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমিজমা নিয়ে মনোমালিন্য চলে আসছিল।
এই ঘটনায় মহেশখালী জুড়ে তোলপাট সৃষ্টি হয়েছে।
৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৪০
আগের খবর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.