ডেস্ক নিউজ:
ভোলার বোরহানউদ্দিনে তাবলিগ জামাতের ১৪ সদস্যকে খাবারের সঙ্গে নেশাদ্রব্য খাইয়ে সবকিছু লুটে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনাটি শনিবার রাতে উপজেলার কুতুবা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চৌকিদার বাড়ি জামে মসজিদে ঘটেছে।
অচেতন তাবলিগ জামাতের সদস্যদের স্থানীয়রা উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করেছেন। তাদের সবার বাড়ি নেত্রকোনা জেলায় বলে জানা গেছে। তবে তাদের পুরো নাম-ঠিকানা জানা যায়নি।
বোরহানউদ্দিন থানার ওসি মো. মাজাহারুল আমিন জানান, ঘটনাটি শুনে আমরা গোপনে দোষীদের ব্যাপারে খোঁজখবর নিচ্ছি। তবে তাবলিগ জামাতের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ করেননি।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.