মন্ত্রিসভায় পরিবর্তন আসতে পারে: ওবায়দুল কাদের
ওয়ান নিউজঃ মন্ত্রিসভায় পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় তিনি আরো বলেন, জাতীয় পার্টির সাথে সরকারের কোনো বিরোধ নেই। রাজনৈতিক জোট তাদের দলীয় বিষয়।
সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক জোটের ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। ৫৮টি দল নিয়ে গঠিত নতুন এ জোটের নাম দেয়া হয়েছে ‘সম্মিলিত জাতীয় জোট’।
রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জোটের ঘোষণা দেন সাবেক এই রাষ্ট্রপতি।
ভবিষ্যতে মহাজোটে থাকার ব্যাপারে নতুন এ জোটই সিদ্ধান্ত নিবেন বলেও জানিয়েছেন এরশাদ।
জানা গেছে, ‘সম্মিলিত জাতীয় জোটে’ নিবন্ধিত জাতীয় ইসলামী মহাজোটের ৩৫টি দল আর বাংলাদেশ জাতীয় জোটের (বিএনএ) ২১টি দল থাকছে। এছাড়াও বাংলাদেশ ইসলামী ফ্রন্টও থাকবে এই জোটে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.