মধ্যরাত থেকে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা
ওয়ান নিউজঃ আজ শনিবার দিবাগত রাত ১২টা থেকে ২২ দিনের জন্য উপকূলীয় ১১ হাজার বর্গকিলোমিটার জলসীমায় ইলিশ শিকারে নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। ডিমওয়ালা মা ইলিশ রক্ষায় এ নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য অধিদফতর।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এই সময়ে ইলিশ আহরণ, সংরক্ষণ, ক্রয়-বিক্রয়, পরিবহন ও মজুদ পুরোপুরি নিষিদ্ধ। নিষেধাজ্ঞা কার্যকর করতে মৎস্য অধিদফতর কোস্টগার্ড, নৌ-পুলিশসহ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে।
নিষেধাজ্ঞা কার্যকর করতে ২২ দিন বিশেষ নজরদারিতে থাকবে উপকূলীয় এলাকা, বিশেষ করে মেঘনা তীরবর্তী এলাকার প্রভাবশালী ইলিশ ব্যবসায়ীরা। নিষেধাজ্ঞা বাস্তবায়নে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.