মদ খেলেই ছেলেমেয়েরা স্মার্ট হয়ে যায়: ভাবনা

ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ ইদানীং তরুণদের মধ্যে মাদকে আসক্ত হওয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। মাদককে অনেকেই ফ্যাশন হিসেবেই নিচ্ছেন। অনেকেই ভাবছেন সিগারেট আর মদ খাওয়াটায় স্মার্টনেস। বিষয়টি নিয়ে বেশ শংকিত জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।

তিনি জানিয়েছেন, ‘সিগারেট ও মদ খেলে, পার্টি করলেই ছেলে মেয়েরা স্মার্ট হয়ে যায়। ডিপ্রেশনে পড়ে সিগারেট খায়। ফ্রাস্ট্রেশনে মদ খায়। যেসব ছেলেমেয়েরা এসব খায় ওদেরকে দেখলে আমার বিরক্ত লাগে।’

সঙ্গে আরও যোগ করে তিনি বলেন, ‘আর কিছু মানুষ আছে যারা নিজেরাও খায় মানুষকেও খেতে বলে। যে বন্ধুটি হয়তো ছাড়ার চেষ্টা করছে তাকে অ্যাপ্রিশিয়েট করা তো দুরের কথা তাকে নিয়ে হাসাহাসি করবে। আর সেই বন্ধুটিও হাসির পাত্র না হওয়ার ভয়ে আবার খাওয়া শুরু করবে। এবং স্মার্ট হয়ে উঠবে।’

উল্লেখ্য, ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেত্রী শিগগিরই বড়পর্দায় আবির্ভুত হচ্ছেন ‘ভয়ংকর সুন্দর’ নামে একটি সিনেমার মধ্য দিয়ে। তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। অনিমেষ আইচ নির্মিত ছবিটি বর্তমানে সেন্সরবোর্ডে জমা দেয়া আছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.