মণিরামপুরে মাছের ঘের থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

ইয়ানূর রহমান : যশোরের মণিরামপুরে ৫০ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মরদেহ মাছের ঘের থেকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নের পাড়ালা গ্রামের আব্দুস কুদ্দুসের মৎস্য ঘেরের পাশ থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

মণিরামপুর থানার ওসি মেহেদী মাসুদ বলেন, সকালে এলাকাবাসী সংবাদ পেয়ে অজ্ঞাত ওই নারীর মরদেহ ঘেরের পাশ থেকে পুলিশ উদ্ধার করেছে। তবে তার পরিচয় এখনও জানা যায়নি।

  1. myflixer বলেছেন

    Excellent blog here Also your website loads up very fast What web host are you using Can I get your affiliate link to your host I wish my web site loaded up as quickly as yours lol

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.