মঙ্গলবার থেকে যশোরে ভারতীয় ভিসার আবেদন শুরু
ইয়ানুর রহমান : কাল থেকে যশোর শহরের বারান্দীপাড়ার নড়াইল রোড এলাকায় সাবেক বেগম কমিউনিটি সেন্টার এর দ্বিতীয় তলায় অবস্থিত ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টারের কার্যক্রম শুরু হবে। মঙ্গলবার সকাল থেকে যশোরে ভারতীয় ভিসার আবেদন জমা হবে নেয়া হবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা গেছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পরিচালিত ভারতীয় ভিসা এপ্লিকেশন সেন্টারে কার্যক্রম মঙ্গলবার শুরু হবে। ভারতীয় ভিসা আবেদনকারীদের সুবিধার জন্য মঙ্গলববার সকাল থেকে ভিসা আবেদনকারীরা আবেদনপত্র জমা দিতে পারবে। যেকোন দিন আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হবে।
এখানে টুরিস্ট ভিসা (এপয়েন্টমেন্ট অনুযায়ী) ও মেডিকেল ভিসা এবং বিজনেস ভিসা (বিনা এপয়েন্টমেন্টে) গ্রহন করা হবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.