মগনামায় বে‌ড়িবাঁধ প‌রিদর্শন কর‌লেন জেলা প্রশাসক

পেকুয়া উপ‌জেলার ‌উপকূলীয় ইউ‌নিয়ন মগনামায় বেড়ীবাঁধ নির্মাণকার্যক্রম আজ মঙ্গলবার বিকা‌লে পরিদর্শন করেছেন কক্সবাজার জেলা প্রশাসক মো: আলী হোসেন। জেলা প্রশাসক পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুততম সময়ের মধ্যে মগনামায় বেড়ীবাঁধ নির্মাণকাজ সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন।  এ ছাড়া নির্মাশ কাজে কোন প্রকার ত্রুটি আছে কিনা সে বিষয়ে খোঁজ খবর নেন।

এ সময় পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আব‌দিন, পেকুয়া থানার ও‌সি জিয়া মো, মোস্তা‌ফিজ ভূঁইয়া, মগনামা ইউ‌পি চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়া‌সিম, উজান‌টিয়ার ইউ‌পি চেয়ারম্যান শ‌হিদুল  ইসলাম, রাজাখালীর চেয়ারম্যান ছৈয়দ নুর, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, সাংবা‌দিক, জনপ্রতিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.