ভয়াবহ ঘূর্ণিভূমিধ্বসে মধ্য আমেরিকায় ১০০ জন নিহত

অনলাইন ডেস্ক:
নিম্নচাপ ইটার প্রভাবে মধ্য আমেরিকায় এক দশকের মধ্যে ভয়াবহ ঘূর্ণিঝড় হয়েছে। এতে কমপক্ষে ১০০ লোক নিহত হয়েছে। আর ঘূর্ণিঝড়ের প্রভাবে ভূমিধ্বসের পাশাপাশি ভেসে গেছে বহু ঘরবাড়ি। ফলে গৃহহীন হয়ে পড়েছেন হাজারও মানুষ। খবর রয়টার্স।

গুয়েতেমালার প্রেসিডেন্ট আলেজান্দ্রো গিয়াম্মাত্তেয়ি শুক্রবার জানিয়েছেন, এই ঝড়ের প্রভাবে সৃষ্ট ভূমিধস ও বন্যায় দেশটির কুয়েজা গ্রামে অন্তত ১০০ মানুষের মৃত্যু হয়েছে। ধ্বংস হয়েছে দেড় শতাধিক ঘরবাড়ি।

এই দুর্যোগ অবর্ণনীয় দুর্দশা ডেকে এনেছে দেশটির মানুষের জীবনযাত্রায়। ছবিতে দেখা গেছে, তলিয়ে যাওয়া ঘরবাড়ি ছেড়ে অবশিষ্ট সম্বলটুকু নিয়ে অন্যত্র পাড়ি জমাচ্ছে মানুষ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.