ভূমিধ্বস, বন্যা,ও জলাবদ্ধতা আশঙ্কা রোহিঙ্গা ক্যাম্পে

 

নেজাম উদ্দিন।
আগামী বর্ষা মৌসুমে উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বন্যা, জলাবদ্ধতা ও ভূমিধ্বসের আশঙ্কা করছে ইন্টার সেক্টর কোঅর্ডিনেশন গ্রুপ-আইএসসিজি।
তাদের ভাষ্য, রোহিঙ্গা শিবিরগুলোতীব্র ঘনবসতিপূর্ণ-যা দীর্ঘ মেয়াদি পানি সরবরাহ, পয়ঃনিস্কাশন এবং স্বাস্থ্য সেবায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। সমস্যা সমাধান করা না গেলে প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির সম্ভাবনা রয়েছে। আইএসসিজির হিসেবে অন্তত দুই লাখ রোহিঙ্গা ঝুঁকিপূর্ণ জায়গায় বসবাস করছে।
রবিবার (২৫ ফেব্রুয়ারী) সকালে শহরের কলাতলীতে আবাসিক হোটেলের সম্মেলন কক্ষে সাম্প্রতিক রোহিঙ্গা শরণার্থী রেসপন্স-এর ছয় মাসপূর্তি উপলক্ষে যৌথ সভায় অশঙ্কার কথা জানানো হয়।
এতে বক্তব্য রাখেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম এবং ইন্টার সেক্টর কোঅর্ডিনেশন গ্রুপ-আইএসসিজির সিনিয়র কোঅর্ডিনেটর সুমবুল রিজভী।
সভায় বলা হয়, রোহিঙ্গাদের কারণে স্থানীয় লোকজন প্রচুর ক্ষতিগ্রস্ত। বনাঞ্চল ধ্বংস হয়ে গেছে। হাতি চলাচলের পথ বন্ধ হয়ে গেছে। এই ক্ষতির কিছুটা হলেও পুষিয়ে দিকে তারা চেষ্টা করছে। বিকল্প জ্বালানী হিসেবে এলপিজি ব্যবস্থার চিন্তা করা হচ্ছে। স্থানীয় ২০ শতাংশ লোক এই সুবিধার আওতায় আসবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.