ভিসা জটিলতা, বিমানের একটি হজ ফ্লাইট বাতিল
ওয়ান নিউজঃ ভিসা জটিলতায় বাংলাদেশ বিমানের একটি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে। রোববার দুপুরে হজ পরিচালক ও ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাফিজ উদ্দিন পরিবর্তন ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘আমি কিছুক্ষণ আগে শুনেছি একটি ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে সেটি ঠিক কখনকার তা আমি এখনো জানি না।’ জানা গেছে, ৪০৬ যাত্রীবাহী বাতিল বিজি-৫০২৭ হজ ফ্লাইটটির রোববার সন্ধ্যা সাতটা ৪৫ মিনিটে ঢাকা ছেড়ে সৌদি আরবের জেদ্দা যাওয়ার কথা ছিল।
এদিকে, পবিত্র হজব্রত পালনের উদ্দেশে বাংলাদেশে থেকে এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন মোট ২১ হাজার ১১০ জন হজযাত্রী। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন দুই হাজার ৮৭৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৮ হাজার ২৩৪ জন।
এ পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছে ৬০টি হজ ফ্লাইট। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ২৮টি এবং সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৩২টি।
অন্যদিকে, সরকারি ব্যবস্থাপনায় যাওয়া দ্বিতীয় ফ্লাইটের সব হজযাত্রীরা মদিনায় অবস্থান করছেন। তারা সেখানে আট দিন অবস্থান করবেন এবং মসজিদে নববীতে ৪০ ওয়াক্ত নামাজ আদায় শেষে আবার মক্কায় ফিরে আসবেন।
জানা গেছে, সৌদি আরবের আইটি হেল্প ডেস্ক থেকে এ পর্যন্ত ৮৯১ জন হজযাত্রীকে সহযোগিতা দেওয়া হয়েছে। আর সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র সেবা পেয়েছেন ৩৩৫ জন বাংলাদেশি হজযাত্রী।
প্রসঙ্গত, এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট পৌঁছে ২৪ জুলাই। শেষ ফ্লাইট ২৮ আগস্ট।
ফিরতি ফ্লাইট শুরু হবে ৬ সেপ্টেম্বর ও শেষ ফিরতি ফ্লাইট ৫ অক্টোবর। এ বছর চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.