ভালোবাসা দিবসে শুরু ‘গাদ্দার’

ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ ভালোবাসা দিবসে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘গাদ্দার’-এর শুটিং। ছবিটির বাংলাদেশের নির্মাতা হিসেবে আছেন কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু ও ভারত থেকে নেহাল দত্ত। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের শ্রাবণ খান ও কলকাতার ঋতিকা সেন।

শ্রাবণ বৃহস্পতিবার দুপুরে জানালেন, ১৪ ফেব্রুয়ারি উত্তরায় শুরু হবে ‘গাদ্দার’-এর চিত্রায়ন, চলবে ১৯ ফ্রেব্রুয়ারি পর্যন্ত। তিনি বললেন, ‘১৩ ফেব্রুয়ারি ঢাকা এসে পৌঁছবেন ঋতিকা। টানা পাঁচদিন চলবে আমাদের শুটিং। এরপর শুটিং করব কলকাতায়।’

‘গাদ্দার’ প্রযোজনা করছে ভিশন এন্টারটেইনমেন্ট (ভারত) ও ভেনাস মাল্টিমিডিয়া (বাংলাদেশ)। বাংলাদেশ-ভারত ছাড়াও উজবেকিস্তান ও মালদ্বীপে সিনেমাটির শুটিং হবে বলে নির্মাতা সূত্রে জানা যায়।

নায়িকা ঋত্বিকা সেন শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। ‘গাদ্দার’-এর মাধ্যমে প্রথমবার যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করছেন। এর আগে দেবের বিপরীতে ‘আরশিনগর’ সিনেমায় তাকে দেখা গেছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.