ভালোবাসা দিবসের উপহার

ওয়ান নিউজ ডেক্সঃ ভালোবাসা দিবসের সঙ্গে উপহার আদান-প্রদানের সম্পর্ক কার না জানা! এ নিয়ে ঘটে নানান ঘটনা। তেমন কিছু নাটকীয় মুহূর্ত উঠে আসবে ‘ভ্যালেন্টাইনস গিফট’ নাটকে। এতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও সাফা কবির।

নাটকের গল্পে দেখা যায়, শুভ ও অনন্যা একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। সেই সুবাদে তাদের মধ্যে বন্ধুত্ব। একসময় তা প্রেমে রূপ নেয়। অতীতের একটি সত্য ঘটনা সামনে চলে এলে শুভ-অনন্যার সম্পর্কে নতুন মোড় নেয়। তাদের মধ্যে দুরত্ব তৈরি হয়।

নিজের গল্প থেকে নাটকটি তৈরি করেছেন প্রবীর রায় চৌধুরী। ‘ভ্যালেন্টাইনস গিফট’-এ থাকছে আলী সাগরের কথা ও সৈয়দ সুজন রিয়াদ হাসানের সুর করা একটি গান। আরো অভিনয় করেছেন জাফিয়া হক ও হ্যাপী ইসলাম।

১৩ ফেব্রুয়ারি রাত ৮টা ১০ মিনিটে আরটিভিতে প্রচার হবে ‘ভ্যালেন্টাইনস গিফট’।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.