ভারুয়াখালীর দুর্ধর্ষ সন্ত্রাসী লুতু রিভলবারসহ গ্রেফতার
স্টাফ রিপোর্টার, সদর উপজেলার ভারুয়খালী এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি রিভলবারসহ ১জনকে গ্রেফতার করেছে ঈদগাঁও পুলিশ। ১০ ফেব্রুয়ারী দুপুর ১২টার সময় জনতার সহায়তায় তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত লুৎফুর রহমান প্রকাশ লুতু (২৩) ইউনিয়নের চৌচূল্যা মুরা এলাকায় গুরা মিয়ার পুত্র বলে জানা গেছে। ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ খাইরুজ্জামান জানান, ভারুয়াখালী এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী লুৎফুর রহমান প্রকাশ লুতু জুমাবার সকালের দিকে দেশীয় তৈরি একটি রিভলবার নিয়ে এলাকায় গুরাফেরা করে। স্থানীয়রা ধাওয়া করলে দৌড়ে গিয়ে তার বাড়ীতে অবস্থান নেয়। পরে এলাকাবাসী বাড়ীটি ঘেরাও করে রেখে পুলিশকে খবর দিলে তদন্ত কেন্দ্রের এসআই দেবাশীষ সরকার, এএসআই ফিরোজ আহমদ, এএসআই আহসান মোরশেদ, এএসআই আবুল কাশেম সহ সঙ্গীয় ফোর্স তার বাড়ীতে রুদ্ধশ্বাস অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে লুতু বাড়ীর পেছনে সেপ্টি ট্যাংকের ভিতর অবস্থান নেয়। পরে ট্যাংকের ভিতর তল্লাশী চালালে ডাকাত লুতু পুলিশকে লক্ষ্য করে রিভলবার উচিয়ে রেখে হুমকি দেয়। তদন্ত কেন্দ্রের সাহসী পুলিশ কর্মকর্তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে রিভলবার সহ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান পুলিশ। একই দিন সংশ্লিষ্ট ধারায় আদালতে সোপর্দ করা হবে বলে জানান পুলিশ কর্মকর্তা।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.