ভারত থেকে ফেরার সময় বেনাপোল সীমান্তে ৩৪ বাংলাদেশি আটক
ইয়ানূর রহমান : অবৈধ পথে ভারত থেকে ফেরার সময় বেনাপোল সীমান্ত থেকে ৩৪ বাংলাদেশিকে আটক করেছেন বিজিবি সদস্যরা।
আটককৃতদের মধ্যে ১৮ জন পুরুষ, ১৫ জন নারী ও একজন শিশু রয়েছে। এদের বাড়ি বরিশাল, খুলনা, নড়াইলসহ বিভিন্ন জেলায়।
বুধবার সকালে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা বেনাপোল দৌলতপুর ও পুটখালী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করেন। তবে এ সময় পাচারকারী চক্রের কাউকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সীমান্ত পার হয়ে অবৈধ পথে বেশ কিছু নারী-পুরুষ ভারত সীমান্ত পার হয়ে এপারে অবস্থান করছে। এমন খবরে বিজিবি সদ্যসরা অভিযান চালিয়ে ৩৪ জনকে আটক করে।
২১ বিজিবি কমান্ডিং অফিসার লে. কর্নেল তারিকুল হাকিম জানান, আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.