ভারতে পৌঁছেই অনুশীলন করলেন টাইগাররা
ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ ভারতে পৌঁছেই অনুশীলন শুরু করে দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। যদিও বৃহস্পতিবার হায়দরাবাদে পৌঁছার পর আজ অনুশীলন ছিল না সাকিব-তামিমদের। তবে হোটেলে বসে থাকলেন না তাঁরা। ব্যাট-বল নিয়ে নেমে পড়লেন রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে। খানিকটা দৌড় আর ব্যাটে-বলের একটু কসরত করে প্রথম দিনটা সারল মুশফিকের দল। আগামীকাল শনিবার থেকে পুরোদস্তুর অনুশীলন শুরু হবে।
আগামী রোববার হায়দরাবাদের জিমখানা গ্রাউন্ডে ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে দুদিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। পরের দুদিন অর্থাৎ ৭ ও ৮ ফেব্রুয়ারি হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলন করবে বাংলাদেশ জাতীয় দল। ৯ ফেব্রুয়ারি একই মাঠে সিরিজের একমাত্র টেস্টে কোহলির দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরই মধ্যে প্রস্তুতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কোর্ড। তামিলনাড়ু দলের অধিনায়ক অভিনব মুকুন্দের নেতৃত্বে দলে রয়েছেন শ্রেয়াশ আইয়ার, ঋশব পান্ট, হার্দিক পাণ্ডে, জয়ন্ত যাদবদের মতো তারকারা।
বাংলাদেশ দল : তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শুভাশিষ রায়, তাইজুল ইসলাম, লিটন দাস ও মেহেদি হাসান মিরাজ।
ভারতীয় ‘এ’ দল : অভিনব মুকুন্দ, প্রিয়ঙ্ক পাচাল, শ্রেয়াশ আইয়ার, ইশাঙ্ক জাগ্গি, উশব প্যান্ট, ইশান কিষান, বিজয় শংকর, হার্দিক পাণ্ডে, জয়ন্ত যাদব, কুলদীপ যাদব, অঙ্কিত চৌধুরী, সিভি মিলিন্দ ও নিতিন সাইনি।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.