ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৫
ওয়ান নিউজ ডেক্সঃ ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিলনাড়–র একটি আতশবাজি কারখানায় প্রচ- শক্তিশালী একটি বিস্ফোরণে অন্তত ৫ জনের মৃত্যু ও অপর ৪ জন আহত হয়েছে। দেশটির কর্মকর্তারা একথা জানান।
ভিরুদ্ধুনগর জেলার সিভাকাসি শহরে শনিবার এই অগ্নিকা- ঘটে। স্থানটি তামিলনাড়–র রাজধানী চেন্নাই থেকে প্রায় ৫শ ৪৩ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।
ভিরুদ্ধুনগরের স্থানীয় সরকারি কর্মকর্তা বলেন, ‘আতশবাজি কারখানায় এই দুর্ঘটনায় তিন নারীসহ পাঁচ জন প্রাণ হারিয়েছে এবং অপর চারজন মারাত্মকভাবে পুড়ে গেছে।’ তিনি আরো বলেন, ‘আতশবাজি তৈরির রাসায়নিক উপাদান মিশ্রণের সময় এ বিস্ফোরণ ঘটে।’-বাসস।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.