ভারতের বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক আহত

ইয়ানূর রহমান : ভারতের গড়জালা সীমান্তে বিএসএফের গুলিতে সুমন হোসেন (২৫) নামের এক যুবক আহত হয়েছে। আহত সুমন কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামের মুজিবর রহমানের ছেলে।

সুমনের খালাতো ভাই ড্রাইভার লাল্টু গুলিবিদ্ধের খবরটি নিশ্চিত করেছেন।

সীমান্তের একাধিক সুত্র জানিয়েছেন, গত ১৪ সেপ্টেম্বর রাতে গয়ড়া গ্রামের সুমন, শার্শার দাউদখালী গেটপাড়ার সিরাজুল ইসলামের ছেলে জাহিদ (২২), রুদ্রপুর গ্রামের মৃত আমিন উদ্দীনের ছেলে আব্দুল মাজেদ (৩০), ও জাহাঙ্গীরের ছেলে লিটন (২৪) সীমান্ত অতিক্রম করে ভারতে গরু আনতে যায়।তারা ৩ টি গরু নিয়ে ফিরে আসার পথে গড়জালা ঘেরের ভেতর তেতুল বাড়ীয়া ক্যাম্পের বিএসএফ তাদের এট্যাক করে। এসময় বাকী ৩ জন ১ টি গরু নিয়ে পালিয়ে আসলেও গুলিবিদ্ধ অবস্থায় সুমন দু’টি গরুসহ বিএসএফের হাতে ধরা পড়ে।

এবিষয়ে রুদ্রপুর বিজিবি ক্যাম্পে ফোন দিলে, ক্যাম্প সূত্র জানায়, বিষয়টি আমরাও শুনেছি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.