ভারতকে ১৬৭ রানের টার্গেট
ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ নিদাহাস কাপের ফাইনাল ম্যাচে ভারতের সামনে ১৬০ রানের লক্ষ্য দাঁড় করাতে পেরেছে বাংলাদেশ।প্রথমে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। তামিমের সঙ্গে ওপেনিংয়ে ব্যাটে আসা লিটন দাস ১১ রান করেই ফিরে যান। এরপর তামিম-সৌম্য ফিরে গেলে চাপে পড়ে যায় বাংলাদেশ। বাংলাদেশ যে রান করেছে তা সাব্বিরের ব্যাটে। তিনি ৫০ বলে ৭৭ রান করে উদানকাতরার বলে বোল্ড হন। এছাড়া শ্রীলংকার বিপক্ষে দারুণ খেলা মাহমুদুল্লাজ ২১ রান করে রান আউট হয়ে ফিরে যান। তারপরে ক্রিজে আসা অধিনায়ক সাকিবও ৭ রান করে রান আউটে কাটা পড়েন।
শ্রীলংকার বিপক্ষ দুই ম্যাচে নাটকীয় জয়ে ফাইনালে ওঠা বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান টস হেরে ব্যাট করাকে খারাপ কিছু মনে করছেন না। এছাড়া তিনি মনে করেন, ব্যাট করার জন্য উইকেট সহায়ক হবে। দলের খেলোয়াড়দের মধ্যে কোন চাপ নেই বলেও জানান তিনি।ভারতের সামনে ভালো লক্ষ্য দাঁড় করানোর কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক। এছাড়া বাংলাদেশ আগের ম্যাচে শ্রীলংকার বিপক্ষে জয় পাওয়া দলের উপরই আস্থা রেখেছে।
তবে ভারতের দলে রয়েছে এক পরিবর্তন। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে দলে জায়গা পাওয়া মোহাম্মদ সিরাজ নেই আজকের ভারত দলে। প্রথম তিন ম্যাচে ভালো বল করতে না পারায় বাদ পড়া জয়দেভ উদানকাতরাকে আবার দলে নিয়েছে ভারত। অধিনায়ক রোহিত শর্মা টস জিতে বল নেওয়ার ব্যাপারে বলেন, প্রথমে বল করা দল এখানে প্রায় সব ম্যাচই জিতেছে। তাই তিনি টস জিতে বল করাটাই ভালো বলে মনে করছেন।
বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম (ইউকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মেহেদী মিরাজ, নাজমুল ইসলাম।
ভারতের দল: রোহিত শর্মা (অধিনায়ক), শেখর ধাওয়ান, কেএল রাহুল, সুরেশ রায়না, মনিশ পান্ডে, দিনেশ কার্তিক (ইউকেটরক্ষক), বিজয় শংকর, ওয়াশিংটন সুন্দর, শারদুল ঠাকুর, জয়দেভ উদানকাতরা, যুবেন্দ্র চাহাল।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.