ডেস্ক নিউজ:
ব্ল্যাক ফাঙ্গাস উপসর্গ নিয়ে দেশে প্রথম এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিন দিন আগে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তবে বিস্তারিত রিপোর্ট পাওয়ার পরই বিষয়টি শতভাগ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ওই হাসপাতালে আরো একজন একই উপসর্গ নিয়ে ভর্তি আছেন।
তিন দিন আগে রাজধানীর বারডেম হাসপাতালে একজন রোগীর মৃত্যু হয়। মঙ্গলবার হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেছে মৃত ব্যক্তি অন্যান্য রোগের পাশাপাশি মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ছিলেন।
ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত একজন রোগী এখনো বারডেম হাসপাতালে ভর্তি আছেন। তবে করোনার মতো এ রোগটি সংক্রামক নয় বলছেন চিকিৎসকরা।
রোগটি প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি সচেতন হওয়া জরুরি বলছেন চিকিৎসকরা।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.