‘ব্ল্যাক’-এর পর ফের কলকাতার সিনেমায় মিম
ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ ছোট পর্দায় জনপ্রিয়তা দিয়ে শুরু হলেও সিনেমাতেই তুমুল সাফল্য অর্জন করেন লাক্স সুন্দরী বিদ্যা সিনহা মিম। দেশের সিনেমা ছাড়াও ঢাকা-কলকাতার যৌথ প্রযোজনার ছবিতেও জনপ্রিয়তা অর্জন করেন তিনি।
কলকাতার জনপ্রিয় অভিনেতা সোহমের সঙ্গে ‘ব্ল্যাক’-এর পর আবারও ঢাকা-কলকাতার যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি। বাংলাদেশের অংশে সিনেমাটি প্রযোজনা করবে ‘টাইম ওয়ার্ল্ড মিডিয়া লি.’ এবং ভারতের অংশে ছবিটি প্রযোজনা করবে প্রিন্স এন্টারটেইনমেন্ট।
মিম অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ভালোবাসা এমনই হয়’। অভিনেত্রী তানিয়া আহমেদের পরিচালনায় এই ছবিটির পর বর্তমানে তিনি ব্যস্ত আছেন মনতাজুর রহমান আকবর পরিচালিত ছবি ‘দুলাভাই জিন্দাবাদ’ নামের একটি সিনেমার শ্যুটিং নিয়ে। আর এরমধ্যেই শোনা গেল, ফের যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করতে চলেছেন মিম।
কলকাতার ‘বেপরোয়া’ খ্যাত পরিচালক পীযূষ সাহার নির্মাণে ‘মন কী যে বলে শোন না’ নামের সিনেমায় অভিনয় করতে চলেছেন মিম। সিনেমায় তার বিপরীতে নবাগত নায়ক সূর্যকে দেখা যাবে। সব ঠিক থাকলে আসছে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে ছবির শ্যুটিং শুরু।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.