ডেস্ক নিউজ:
আগের দিনর ধারাবাহিকতায় সোমবার (২৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষ স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। ব্লক মার্কেটের পুরো লেনদেনের ৬৭ শতাংশের বেশি দখলে রয়েছে বেক্সিমকো ফামা। ডিএসইর ব্লক মার্কেটে মোট লেনদেন হয়েছে ৯৬ কোটি ১৮ লাখ টাকার শেয়ার। এর মধ্যে বেক্সিমকো ফার্মার লেনদেন হয়েছে ৬০ কোটি ৮০ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার।
জানা গেছে, ব্লক মার্কেটে বেক্সিমকো ফার্মার ৪৫ লাখ শেয়ার লেনদেন হয়েছে। ব্লক মার্কেটে লেনদেনে দ্বিতীয় স্থানে রয়েছে ট্রাস্ট ব্যাংক। কোম্পানিটির ১৫ কোটি ৬৭ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া ৬ কোটি ৫৭ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে গ্রামীণফোন তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে আছে- এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ১৪ লাখ ৬৫ হাজার টাকার, জনতা ইন্স্যুরেন্সের ৬ লাখ ৩ হাজার টাকার, নিটল ইন্স্যুরেন্সের ১০ লাখ ৭২ হাজার টাকার, নর্দার্ন ইন্স্যুরেন্সের ৫ লাখ ৭০ হাজার টাকার, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৫ লাখ ২৮ হাজার টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ৪ কোটি ৫১ লাখ ৯৫ হাজার টাকার, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৩৫ লাখ ১৫ হাজার টাকার, এক্সিম ব্যাংকের ৩৪ লাখ ৮০ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের ২ কোটি ৩২ লাখ টাকার, আমান কটনের ৪৯ লাখ ৮৭ হাজার টাকার, এসিআইয়ের ৯ লাখ ৪৪ হাজার টাকার, এডিএন টেলিকমের ৩০ লাখ ১৪ হাজার টাকার, জিকিউ বলপেনের ২০ লাখ ১৭ হাজার টাকার, খুলনা প্রিন্টিংয়ের ১৬ লাখ ৯৫ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৪৬ লাখ ৫৮ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ৭ লাখ ২২ হাজার টাকার, ফিনিক্স ফাইন্যান্সের ৭৫ লাখ ৪২ হাজার টাকার, এসকে ট্রিমসের ২ কোটি ৪ লাখ ৯৩ হাজার টাকার, সোনালী আঁশের ১৯ লাখ ৯৫ হাজার টাকার, স্কয়ার ফার্মার ২৬ লাখ ৫৪ হাজার টাকার এবং এনসিসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯ লাখ ৫০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.