ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মিষ্টি জান্নাত
ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ আবারও ফ্যাশন হাউজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। এর আগে তিনি ভারতের ফ্যাশন হাউজ গিগল এর ব্র্যান্ড অ্যাম্বামসেডর হয়ে ছিলেন। বাংলাদেশের হাউজিং ডেভেলপমেন্ট কোম্পানি, রূপসী বাংলা সিটি এবং ভারতীয় জান্নাত ইন্টারন্যাশনাল ফ্যাশন হাউস ও মুম্বাই ফ্যাশন হাউসের শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন মিষ্টি।
এখন থেকে এই তিন পণ্যের সবরকম প্রচার-প্রচারনায় অংশ নেবেন মিষ্টি জান্নাত। মিষ্টি জানালেন, ‘তিনটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হতে পেরে ভালো লাগছে। আগামী ১ বছর আমি তিনটি প্রতিষ্ঠানের পণ্যের বিভিন্ন প্রমোশনে কাজ করবো। আমার ক্যারিয়ারে দায়িত্ব ভিন্নমাত্রা যোগ করবে বলে আমি বিশ্বাস করি।’
বর্তমানে মিষ্টি অভিনীত সাইমনের বিপরীতে ‘তুই আমার’ ছবিটি রয়েছে মুক্তির অপেক্ষায়। আগামী বছর ছবিটি মুক্তির কথা রয়েছে।আর ‘তুই আমার রানী’ শিরোনামের সিনেমা শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে। এছাড়া কলকাতার সোহমের বিপরীতে ‘আমার প্রেম তুমি’ নামক একটি ছবিতেও কাজ করছেন ‘চিনি বিবি’ খ্যাত এই অভিনেত্রী।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.