ব্রাউজারের মতোই ক্রোম ওএসের আপডেট আসবে দ্রুত

ওয়ান নিউজ ডেক্সঃ  গুগল শুধুমাত্র তাদের ক্রোম ব্রাউজারের জন্য দ্রুত আপডেট বরাদ্দ রাখছে না। ক্রোম অপারেটিং সিস্টেমও এখন থেকে প্রতি চার সপ্তাহ পরপর আপডেট পাবে। চলতি বছরের চতুর্থ প্রান্তিকে এম৯৬ রিলিজের মাধ্যমে এই ধারাবাহিকতা শুরু হবে। খবর এনগ্যাজেট।

গুগলের নতুন এই সিদ্ধান্তের ফলে কোনো ত্রুটি দূরীকরণ ও নিরাপত্তা আপডেট পেতে ক্রোমবুক ব্যবহারকারীদের মাত্র একমাস অপেক্ষা করতে হবে।

ক্রোম ওএস এবং ক্রোম ব্রাউজারের মধ্যে সিনক্রোনাইজেশন রাখতে এম৯৫ রিলিজ বাদ দিয়ে সরাসরি এম৯৬ রিলিজ পাওয়া যাবে। একইসময়ে প্রায় ছয় মাস পর স্কুল ও এন্টারপ্রাইজ গ্রাহকরা আপডেট পাবেন।

মূলত ক্রোম অপারেটিং সিস্টেমের মূলমন্ত্র স্থায়িত্ব, নিরাপত্তা, সাধারণ এবং গতি এই চারটি বিষয়কে সামনে রেখেই গুগল দ্রুত আপডেট প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.