ব্যাঙ্গালোরকে হারিয়ে শীর্ষে দিল্লি

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ একদিকে বিরাট কোহালি। অন্য দিকে কাগিসো রাবাদা। দুই সেরার দ্বৈরথ আগেও দেখেছে ক্রিকেটবিশ্ব। সোমবার কোহালি-রাবাদার লড়াইকে কেন্দ্র করে পারদ চড়ছিল দুবাইয়ে। শেষ হাসি তোলা থাকল দক্ষিণ আফ্রিকার পেসারের জন্য। কোহালিকে ৪৩ রানে ফেরালেন তিনি। ব্যক্তিগত ডুয়েলটা তো জিতলেনই। সেই সঙ্গে তাঁর দল দিল্লি ক্যাপিটালস ৫৯ রানে হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। রাবাদা নেন চার-চারটি উইকেট।

টার্গেট ছিল ১৯৭৷ কিন্তু কাগিসো রাবাডা একাই শেষ করে দিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে৷ ফলে বিরাট কোহলিদের সহজে হারিয়ে ৫৯ রানে জয় পেল শ্রেয়স আইয়ারের দিল্লি ক্যাপিটালস৷ ২০ ওভারে ৯ উইকেটে ১৩৭ রানের বেশি তুলতে পারেনি ব্যাঙ্গালোর৷ পাঁচ ম্যাচ থেকে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে চলে গেল দিল্লি৷ এবারের আইপিএল-এ দুরন্ত ছন্দে রয়েছে শ্রেয়স আইয়ারের দল৷

এ দিন প্রথমে ব্যাট করে ১৯৬ তুলেছিল দিল্লি৷ ব্যাঙ্গালোরের লক্ষ্য ছিল ১৯৭৷ কিন্তু বড় রান তাড়া করতে গিয়ে শুরু থেকেই পরের পর উইকেট হারাতে থাকে ব্যাঙ্গালোর৷ তরুণ দেবদত্ত পাডিকল থেকে শুরু করে অভিজ্ঞ অ্যারন ফিঞ্চ, ডিভিলিয়ার্স বা বিরাট কোহলি- রান পাননি কেউই৷ ফলে আবারও হারের মুখ দেখতে হল বিরাট কোহলির দলকে৷ ৩৯ বলে ৪৩ করে দলের হয়ে সর্বোচ্চ রান করেন বিরাট কোহলিই৷

এ দিন দিল্লির হয়ে দুরন্ত পারফরম্যান্স করেন কাগিসো রাবাডা৷ মাত্র ২৪ রানে ৪ উইকেট নেন তিনি৷ তার মধ্যে রয়েছে এ বি ডিভিলিয়ার্স এবং বিরাট কোহলির মহা মূল্যবান দু’টি উইকেটও৷ আইপিএল-এ এটাই রাবাডার সেরা বোলিং৷এই মুহূর্তে টুর্নামেন্টেনর সর্বোচ্চ উইকেট শিকারিও তিনি৷

এ দিন দিল্লির হয়ে অসাধারণ ইনিংস খেলেন মার্কাস স্টয়নিস৷ মাত্র ২৬ বলে ৫৩ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি৷ তাঁর অর্ধশতরানের সৌজন্যেই ২০০-র কাছাকাছি পৌঁছে গিয়েছিল দিল্লি৷ এর পাশাপাশি পৃথ্বী শাহ, ঋষভ পন্থরা, শিখর ধাওয়ানরাও নিজেদের কাজটা করে দেন৷ ফলে রানের গতি কখনওই কমেনি দিল্লির৷

হারের জন্য মূলত ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করেছেন ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলি৷ একই সঙ্গে তিনি স্বীকার করে নেন, এ বছরের আইপিএল-এ অন্যতম শক্তিশালী দল দিল্লি৷ ব্যাটিং এবং বোলিংয়ের দিল্লি ক্যাপিটালস-এর ভারসাম্যেরও প্রশংসা করেন তিনি৷

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.