বেপরোয়া যাত্রী!

মোজাম্মেল হক, গোয়ালন্দ (রাজবাড়ী):
যতই পবিত্র ঈদুল ফিতর দিন ঘনিয়ে আসছে ততই দেশের দক্ষিণ বঙ্গের প্রবেশদ্বার খ্যাত দৌলতদিয়া পাটুরিয়া নৌ-রুটে ঢাকা ফেতর যাত্রীর চাপ বাড়ছে। সরকার ঘোষিত লকডাউনের চলাচল নিষেধাজ্ঞা থাকার পরও দৌলতদিয়া প্রান্তে ঘরমুখো মানুষের ঢল।
সোমবার (১০ মে) সকালে পাটুরিয়া থেকে ছেড়ে আসা ইউটিলিটি ছোট দুটি ফেরী চন্দ্র মল্লিকা ও হাসনা হেনা প্রতিটি ফেরীতে দুই একটি জরুরী এ্যম্বলেন্স ও চার থেকে পাঁচ শতাধিক যাত্রী নিয়ে দৌলতদিয়া ফেরি ঘাটে আসলে দেখা যায় গাদাগাদি করে একজনের ঘা ঘেষে আরেক জন দাড়িয়ে আছে।
সামাজিক দুরুত্ব বা ¯^াস্থ্যবিধি কোন বালাই নেই। সরকার ঘোষিত লকডাউনের চলাচল নিষেধাজ্ঞার র্তকা না করে করোনা ভাইরাস সংক্রমনের ঝুঁকি নিয়েই দৌলতদিয়া পটুরিয়া নৌরুটে যাত্রীদের উপচে পড়া ভিড়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক ফিরোজ খান বলেন, উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে ছোট ফেরী চলাচল করছে।তবে জরুরী সেবার এ্যাম্বুলেন্স এক সঙ্গে ৮ থেকে১০ টা হলে ছোট ফেরী দিয়ে সে গুলো পারাপার করা হবে। এ ছাড়া রাতে পন্যবাহি ট্রাক পারাপার করা হবে। ফেরী বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে যাত্রী ও ছোট যানবাহনের কিছুটা চাপ রয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.