বেনাপোলে সিএন্ডএফ অফিসের গ্রীল কেটে চুরি
ইয়ানূর রহমান : বেনাপোল ২নং গেটের সামনে অবস্থিত মেসার্স শাহজালাল নামে এক সিএন্ডএফ অফিসের গ্রীল কেটে দূর্ধষ চুরির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) গভীর রাতে এই চুরিটি সংঘটিত হয়।
এ বিষয়ে মেসার্স শাহজালাল সিএন্ডএফের স্বত্তাধিকারী শাহজালাল জানান, প্রতিদিনের ন্যায় বুধবার অফিস শেষে অফিসে তালা মেরে বাসায় চলে যায়। কিন্তু বৃহস্পতিবার গভীর রাতে কে বা কারা অফিসের গ্রীল কেটে মালামাল চুরি করে নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে অফিসে এসে দেখি অফিসের গ্রীল কাটা। চোরেরা আমার ল্যাপটপ, আমদানীকৃত আগরবাতি, মোবাইলসহ আরো অনেক মালামাল চুরি করে নিয়ে গেছে।
বেনাপোল পোর্ট থানার এসআই লতিফ বলেন, এ বিষয়ে বেনাপোল পোর্ট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। খুব শীঘ্রই অপরাধীদের আটক করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Comments are closed.