বেনাপোল সীমান্তে ২৮হাজার পিস আতশ বাজি জব্দ
ইয়ানূর রহমান : বেনাপোল সীমান্তের নাভারন রেল ষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে ২৫লাখ টাকা মূল্যের ২৮হাজার পিস আতশ বাজি আটক করেছে বিজিবি সদস্যরা । তবে এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি তারা।
শুক্রবার বিকালে নাভারন রেল ষ্টেশন এলাকা থেকে ২০বস্তা বাজির চালান আটক করে তারা।
বেনাপোল বিজিবি কোম্পানী ক্যাম্প কমান্ডার আব্দুল ওয়াহাব আলী জানান, ভারত থেকে বিপুল পরিমান বাজি এনে নাভারন এলাকায় জড়ো করা হয়েছে। এমন সংবাদে শুক্রবার সকালে সেখানে নায়েব সুবেদার আবুল কাসেম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ২০বস্তা বাজির চালান আটক করেন।
২০ বস্তায় থাকা ২৮ হাজার পিস আতশ বাজির মূল্য ২৫ লাখ টাকা বলে জানায় বিজিবি। আটক বাজির চালান বেনাপোল কাষ্টম হাউসে জমা দেওয়া হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.