বেনাপোল পুটখালী সীমান্তের ইছামতি নদীতে যুবকের লাশ ভাসছে
ইয়ানূর রহমান : বাড়ির থেকে দুই দিন নিখোজ এর পর শরীফুল (২৬) নামে এক যুবকের লাশ বেনাপোলের পুটখালী সীমান্তে ইছামতি নদীতে ভাসছে। মঙ্গলবার দুপুরে লাশটি স্থানীয় লোকজন দেখতে পেয়ে প্রশাসনকে খবর দেয়। লাশটি বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের আ: সাত্তারের ছেলে।
স্থানীয় সুত্র জানায়, শরীফ স্বর্ন, ফেনসিডিল সহ একাধিক চোরাচালানি ব্যবসার সাথে জড়িত ছিল । সে গত ১৯ আগষ্ট বাড়ি থেকে নিখোজ হয়। তাকে বাড়ির লোকজন অনেক খুজাখুজি করেও পাইনি।
পুটখালি বিজিবি ক্যাম্পের নায়েব সুবদোর আবুল হোসেন ঘটনার সত্যতা শিকার করে বলেন, গত দুইদিন আগে সে বাড়ি থেকে নিখোজ হয়। এরপর আজ তার লাশ ইছামতি নদীতে ভাসতে দেখে স্থানীয় লোকজন খবর দেয়। শরীফের লাশ বাংলাদেশ সীমান্তের ১৫০ পিলারের পাশে নদীতে ভাসছে ।
বেনাপোল পোর্ট থানার এসআই শরীফ হাবিবুর রহমান জানান, ভারত বাংলাদেশ সীমান্তে ইছামতি নদী থেকে শরীফুলের লাল উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তর জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারনে শরীফ মারা গেছে তার কারন জানা যায়নি।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.