বেনাপোল প্রতিনিধি: যশোরের নাভারণ রেল বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩কেজি ভারতীয় গাঁজাসহ মো. খোবন গাজী(৪০)নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর জেলা ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (২৭ মে) সন্ধ্যা ৬টার দিকে এক প্রেসব্রিফিংয়ের মাধ্যমে গাঁজাসহ আটক মাদক ব্যবসায়ীর বিষয়টি নিশ্চিত করেন যশোর জেলা গোয়েন্দা শাখা। আটক চিহ্নিত মাদক ব্যবসায়ী খোকন বেনাপোল পোর্ট থানাধীন গাতিপাড়া গ্রামের আতিয়ার গাজীর ছেলে।
যশোর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সোমেন দাশ বলেন, শার্শা থানাধীন নাভারন রেলবাজারস্থ যশোর টু বেনাপোলগামী মহাসড়কের উত্তর পার্শ্বে মেসার্স টিটো এন্টারপ্রাইজ এর সামনে ফাঁকা জায়গা থেকে ৩ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী খোকন গাজীকে হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ১লাখ ২০ হাজার টাকা।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.