বেনাপোলে বিজিবি সদস্যরা ৫শ’ গ্রাম হিরোইন উদ্ধার করেছে

ইয়ানূর রহমান : ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের সদস্যরা বুধবার রাত সাড়ে ৭টার সময় বড় আচড়া প্রাইমারি স্কুলের পাশ থেকে ৫০০ গ্রাম হিরোইন উদ্ধার করেছে। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার আমজাদ হোসেন(পিবিজিএম) জানান, গোপন সংবাদে জানতে পারি মাদক ব্যবসায়ীরা ভারত থেকে হিরোইন এনে যশোর নেওয়া জন্য বেনাপোল বড় আচড়া প্রাইমারি স্কুলের পাশে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে হাবিলদার কেরামত আলী সেখানে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম হিরোইন উদ্ধার করেন । যার মূল্য ৫০ লাখ টাকা বলে বিজিবি জানিয়েছে।

আইসিপি বিজিবি ক্যাম্প হিরোইন উদ্ধারের নিশ্চিত করেছেন ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল আরিফুল হক ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.