বেনাপোল হুন্ডির টাকাসহ পাচারকারী আটক ২

ইয়ানূর রহমান : ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের  সদস্যরা মঙ্গলবার সকালে বেনাপোল বাজার থেকে ১৬ লাখ হুন্ডির টাকা সহ সুজন মিয়া (২২)ও সুরুজ (২০)নামে দুই পাচারকারীকে আটক করেছে।
আটক সুজন বেনাপোল পোর্ট থানার বোয়ালিয়া গ্রামের কেরামত আলী ছেলে ও সুরুজ সাদিপুর গ্রামের আবুল কাশেম এর ছেলে।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার আমজাদ হোসেন জানান, নিজস্ব গোয়েন্দা বিএসবির নায়েক সুমন মিয়ার মাধ্যমে  জানতে পারি দুইজন হুন্ডি পাচারকারী বিপুল পরিমান হুন্ডি টাকা নিয়ে যশোর যাওয়ার উদ্দেশ্য বেনাপোল বাজারে অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে নায়েক সুবেদার আবুল কাশেম সঙ্গী  ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ১৬ লাখ হুন্ডি টাকা সহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল আরিফুল হক ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.