‘বেগম জিয়া আর ফিরে আসবেন না’

ওয়ান নিউজ ডেক্সঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বেগম জিয়া বিদেশ গেছেন। তিনি ফিরে আসবেন না- এটা ব্যক্তিগত আক্রমণ নয় রাজনৈতিক বক্তব্য।

শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা সেতুর টোল প্লাজায় এনআরবি ব্যাংকের সহায়তায় ‘ডিজিটাল টাচ অ্যান্ড গো’ পদ্ধতিতে যানবাহন থেকে টোল আদায় কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের রাজনীতিতে পালিয়ে যাওয়ার রেকর্ড কেবল বিএনপিরই আছে। আর এ সত্য বাংলাদেশের মানুষ খুব ভালো করে জানে।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশ গমন নিয়ে ফেসবুক, টুইটারে ভাইরাল হয়েছে তিনি দেশে আসবেন কি না। অনেক ইউজার মন্তব্য করেছেন, তিনি মামলার ভয়ে চলে গেছেন। এটা নিয়ে জনগণের সন্দেহ হয়েছে।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি লেবেল প্লেয়িং ফিল্ড চায়। কিন্তু তারা নিজেরাই তাদের মুখের বিষ দিয়ে রাজনৈতিক পরিবেশটাকে বিষাক্ত করছে।

এ সময় সড়ক বিভাগের সচিব এমএএন সিদ্দিক, সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, অতিরিক্ত সচিব ফারুক জলিল, হাইওয়ে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি আতিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.