বেগম জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য জাফরুল হাসানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

সংবাদ বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য জাফরুল হাসানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সকালে জেলা বিএনপির কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের সভাপতি সাবেক পৌর প্যানেল মেয়র রফিকুল ইসলাম।
জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন কমিশনারের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন- জেলা শ্রমিক দলের সহসভাপতি এস্তাক আহমদ, সহসম্পাদক আহমদ হোসেন গুরা মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন, সহপ্রচার সম্পাদক মো. কালু, চকরিয়া পৌর শ্রমিক দলের সভাপতি রফিক আহমদ, সিনিয়র সহসভাপতি মো. ইদ্রিস, হোটেল মোটেল শ্রমিক দলের সভাপতি মো. আলী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, পেকুয়া উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, সিনিয়র যুগ্মসম্পাদক জয়নাল আবেদীন, চকরিয়া উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক দিদারুল ইসলাম, আবাসিক হোটেল শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক নুরুল আবছার, পেকুয়া শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, সহসম্পাদক ফরিদুল আলম, মাতামুহুরী শ্রমিক দল নেতা নাসির উদ্দিন, কক্সবাজার পৌর শ্রমিক দল নেতা জয়নাল আবেদীন। ২ নং ওয়ার্ড সভাপতি মো. আমান, যুগ্মসম্পাদক মো. সোলতান, শ্রমিক নেতা ফাহিম, জুয়েল, মামুনুর রশিদ, নাজেম উদ্দিন, নুরুল ইসলাম, আরফাতুল ইসলাম।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.